‘গুমনামি বাবা’ সিনেমার নাম পরিবর্তনের দাবি তুলল অল ইন্ডিয়া লিগ্যাল অ্যান্ড ফোরাম
নিজস্ব প্রতিতিধি- পরিচালক সৃজিৎ মূখার্জি পড়াশোনা করেন নি,বাচ্চা ছেলেদের মতন কাজ করেছে।গুমনামি বাবা সিনেমার নাম পরিবর্তন করতে হবে। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি জানাল অল ইন্ডিয়া লিগাল অ্যান্ড ফোরাম। ফোরামের পক্ষে এদিন আইনজীবী জয়দীপ মূখার্জি বলেন, পরিচালক সৃজিৎ মুখার্জি পড়াশোনা না করেই ইতিহাস না জেনেই সিনেমা তৈরি করছেন। আগে ভালো ভাবে জেনে নিন তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু মতন মহান ব্যাক্তিকে নিয়ে সিনেমা তৈরি করুন। ভারতের ১৩০ কোটি মানুষের আবেগ নিয়ে আপনি খেলতে পারেন না।গুমনামি বাবা নাম করন না করে অন্য নামকরন করতে পারতেন। আমরা অপত্তি করতাম না। সিনেমায় গুমনামি বাবাকে নেতাজি প্রমাণ করতে চেয়েছেন। অবিলম্বে নাম করন পরিবর্তন করতে হবে । জাতীয় সেন্সসার বোর্ডে অভিযোগ জানাবো। রাজ্যের মূখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাজ্যেপাল কেও জানানো হবে। আমরা মনে করছি এই সিনেমা প্রকাশিত হলে ভারতের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক খারাপ হবে।