আজকের রাশিফল

0 0
Read Time:2 Minute, 12 Second

মেষ:উচ্চশিক্ষার সুযোগ আসতে চলছে আপনার সন্তানের।গৃহে বৃদ্ধ লোক থাকলে তার অসুস্থতা বাড়তে পারে।ধর্মীয় অনুষ্ঠানে যোগদান।

বৃষ:কূটআত্মীয় হতে সাবধান।গৃহে মনোমালিন্য।আর্থিক দিক আজ শুভ।রক্ত পাতের সম্ভাবনা।

মিথুন:সঠিক সিদ্ধান্ত নেবার চেষ্টা করুন।পরিবারের কনো ব্যাক্তির পরামর্শে আজকের দিনে এগিয়ে যাবেন।

কর্কট:গৃহে অশান্তির পরিবেশ।শুভ যোগাযোগ।ভাগ্য আজ সাথ দেবে।

সিংহ:উচ্চ শিক্ষার সুযোগ আসতে চলেছে।যদি কথা থেকে আজ নতুন কনো কর্মের সুযোগ আসে হাতছাড়া করবেন না।বুদ্ধি করে চলুন।

কন্যা:প্রেম প্রণয়ে বাঁধা।গৃহে শুভ অনুষ্টান।আর্থিক দিক আজ শুভ।কোমর,পায়ে ব্যাথা।বাত, যে কনো ব্যাথা বাড়লে চিকিৎসক এর পরামর্শ নিন।

তুলা:নিকট আত্মীয় দ্বারা ব্যাবসায় উন্নতি।তবে ভাই বা বোন এর সাথে কনো যৌথ ব্যাবসা করবেন না।টাকা খরচা সামলে করবেন।

বৃশ্চিক:মন আজ ভালো থাকবে।কর্মের জন্য বিশেষ চিন্তা করবার প্রয়োজন নাই।কাজ ঠিক মতোই এগোবে।

ধনু:মন আজ সঠিক নির্ণয়, সঠিক সিদ্ধান্ত নেবে না।কর্মে আজ প্রচুর বাঁধা।বিবাহে বিলম্ব।

মকর:ভাই বোন এর সহযোগিতায় আজ উদ্ধার।পতি পত্নীর মধ্যে মনোমালিন্য।

কুম্ভঃনার্ভ নিয়ে সমস্যা।কূট বন্ধু হতে সাবধান।অর্থের সমস্যার সমাধান আজ হতে পারে।

মীন:জল হতে সাবধান।সন্তানের সফলতা।ভাগ্য আজ সহায় থাকবে।আধ্যাতিক চিন্তায় মন।

jyotirmoyee deboshree.9051415423,7044670174 jyotirmoyeedeboshree.co.in

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!