রাজনৈতিক হিংসায় উত্তপ্ত শীতলখুচি
মনিরুল হক, কোচবিহারঃ রাজনৈতিক হিংসা অব্যাহত শীতলখুচি। ফের এই ব্লকের ভাওর থানা গ্রাম পঞ্চায়েত এলাকার ফকিরডাঙ্গা মাগুরা বাজারে দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই এলাকায় বেশ কিছু দোকান ভাংচুর করা হয় একই সাথে বাইক ও ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এই ঘটনায় সিপিএম নেতা সদানন্দ রায় এবং সাহেব বর্মনের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে তারা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
বাজারে গোলমালের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু বাড়ি ঘরও ভাংচুর করা হয়। অভিযোগ বিজেপি কর্মীরা তৃনমূলের ওই বাড়ি ঘরে ভাংচুর চালায়। কিন্তু হঠাৎ করে পদ্ম ও ঘাসফুলের এই ঝগড়ায় কেন আক্রান্ত হল সিপিএম নেতা এ নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা নেতা হেমচন্দ্র বর্মণ বলেন, গত ২১ দিন ধরে তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পুলিশ সব জেনেও নিশ্চুপ থেকে তাদের মদত জুগিয়ে যাচ্ছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে গোটা জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। গ্রামীণ রাজনৈতিক ক্ষমতা কার দখলে থাকবে এই নিয়ে বিজেপি তৃনমূলের সংঘর্ষের ঘটনা এখন প্রতিদিনের। শীতলখুচি ব্লকের এই ঘটনা নতুন নয়, গত টানা ২১ দিন থেকে নানা ইস্যুতে এই গোলমাল চলছে। এদিনের ঘটনা হঠাৎ করে হলেও তা বিজেপি তৃনমূলের দব্দন্দের বহিঃপ্রকাশ বলে মনে করছে সাধারন মানুষ। তৃনমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে দল। বিধায়ক হিতেন বর্মণ বলেন আমি এই মুহূর্তে বাইরে রয়েছি। তবে দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। এখানে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি শুরু করতে যাচ্ছে এবং সর্বত্র গোলমাল পাকাতে চাইছে এটা তারই বহিঃপ্রকাশ।