বন্ধ বাড়িতে ডাকাতি না করতে পেরে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিরা
নিউজডেস্ক- বন্ধ বাড়ীতে ডাকাতি করতে না পেরে আগুন লাগিয়ে দিন দুস্কৃতিরা। ঘটনা হুগলী চূঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগর এলাকার। বাড়ীর মালিক ইন্দ্রনীল মুখোপাধ্যায় পরিবার নিয়ে সিঙ্গাপুর এ থাকেন কর্মসুত্রে। তাদের পৈত্রিক এই বাড়ীটি দেখাশোনার জন্য স্থানীয় এক পরিচারিকা কে নিযুক্ত করা আছে। স্থানীয় মানুষের বক্তব্য মাঝে মধ্যেই বাড়ীতে চুরি ডাকাতির চেষ্টা করে দুস্কৃতিরা। রাতের বেলায় মাঝে মধ্যেই অচেনা লোকজন এলাকায় ঘোরাঘুরি করে। গত কয়েকদিন আগে ও একই চেষ্টা করে তারা। পাশের বাড়ীর লোকজন চেচামেচি করায় পালিয়ে যায় দুস্কৃতিরা। আজ ভোর বেলায় বাড়ীটি দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর যায় দমকলে স্থানীয় কাউন্সিলর সহ পুলিশ এসে দেখেন আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয় বাড়ীটি। তাদের অনুমান ডাকাতিতে বাঁধা পেয়ে বাড়ীঠিতে আগুন লাগিয়ে দেয় দুস্কৃতিরা, যদিও সেই সময় বাড়ীতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর নেই। বাড়ীর মালিক এবং তাদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।