পথ নিরাপত্তা নিয়ে কর্মশালা মালদাতে
পথ নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, খড়গপুর আই টিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাদগরো মিত্র সহ অন্যান্যরা। জানা চাই এদিন এই কর্মশালায় ছাত্রছাত্রীদের সামনে পথ নিরাপত্তার ভূমিকা এবং রাস্তাঘাটে চলতে গেলে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারই অঙ্গ হিসাবে আজকে ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে পথ নিরাপত্তা বিভিন্ন ভূমিকা তুলে ধরা হয় ছাত্র-ছাত্রীদের সামনে। ছাত্র-ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ তাই তাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা।
অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান, পথ নিরাপত্তা নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই কর্মশালা। সাবধানে গাড়ি চালান ,ট্রাফিক আইন মেনে চলুন পথ নিরাপত্তা বিভিন্ন ভূমিকা নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে মধ্যে আলোচনা করা হয়।