আজকের রাশিফল
মেষ:সন্তানের উচ্চ শিক্ষার সুযোগ হাত ছাড়া হতে পারে। গৃহেবয়স্ক ব্যাক্তির শরীর এর যত্ন নিন। প্রেম,প্রণয়, বিবাহ তে বাঁধা।
বৃষ:কূটবন্ধু হতে সাবধান।ব্যাবসায় উন্নতি।রাস্তা ঘাটে চলা ফেরায় সাবধানতা।
মিথুন:তৃতীয় ব্যাক্তির প্রবেশ এ সাংসারিক অশান্তি ও ব্যাবসায় ক্ষতি।গৃহে সুস্থ পরিবেশ বজায় রাখুন।
কর্কট:আত্মীয়র কূটনৈতিক চলে জর্জরিত হতে পারেন। প্রেম,প্রণয়,বিবাহ যোগাযোগ আসতে পারে।বিদেশ যাত্ৰার সুযোগ আসতে পারে।
সিংহঃ অতি দ্রুত উচ্চাকাঙ্খা পূরণ হওয়া মুশকিল।গৃহে শুভ অনুষ্টান।অধ্যাতিকতার মন।
কন্যা:পতি পত্নীর মনোমালিন্য।ভাই বোন এর সহায়তায় উদ্ধার।গৃহে পূজা বা শুভ অনুষ্টান।
তুলা:ব্যাবসায় আজ নতুন সুযোগ আসতে চলছে।কর্মক্ষেত্রে জটিল পরিবেশ হলেও সামলানো যাবে।শারীরিক সমস্যা আসতে পারে।চিকিৎসক এর পরামর্শ নিন।
বৃশ্চিক:অর্থের অপচয় না করাই ভালো।সামনে ভালো সুযোগ আসতে চলেছে।
ধনু:ব্যাবসা নিয়ে নতুন চিন্তা ধারা।ভাগ্য আজ সাথ নাও দিতে পারে।সুগার,নার্ভ,বিভিন্ন শারীরিক সমস্যায় আজ ।
মকর:ব্যাবসা,চাকুরে হলে তার কর্ম ক্ষেত্র,রাস্তা ঘাট এ সাবধানতা।টেনশন বা উত্তেজনা না করাই শ্রেয়।
কুম্ভঃ কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে।মন কে শান্ত রেখে এগিয়ে চলতে হবে।
মীন,:অতিরিক্ত সরলতা না করাই উচিত।গৃহে আজ অশান্তির পরিবেশ।আর্থিক দিক আজ শুভ।