এবার নয়া অবতারে বরুণ
Read Time:58 Second
নিউজডেস্ক- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। তার ছবি মুক্তি পেলেই সিনেমা হলে দর্শকদের ভিড় উপচে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও প্রবল জনপ্রিয় ডেভিড ধাওয়ানের ছেলে। তবে এবার একেবারে এক অন্য অবতারে ধরা দিতে চলেছেন বরুণ। এবার তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। না কোন টিভি চ্যানেলে নয়, নিজের ইউটিউব চ্যানেলে একটি চ্যাট শো শুরু করতে চলেছেন বরুণ। সেই চ্যাট শো’তে তাকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। আর এই চ্যাট শো’তে প্রথম অতিথি হিসেবে দেখা যাবে সচিন তেন্ডূলকরকে। এখন দেখার, সিনেমার মতো এখানেও কতটা সফল হয় বরুণ।
