মারুতি ও যাত্রীবাহী সাফারির মুখোমুখি সংঘর্ষ কোচবিহার মধুপুরে
Read Time:1 Minute, 22 Second
মনিরুল হক, কোচবিহার: মারুতি ভ্যান এবং যাত্রীবাহী সাফারির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হল ১ জন। ঘটনাটি ঘটেছে, শনিবার কোচবিহার ২ নং ব্লকের মধুপুর এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে মারুতির চালক। সে গুরুতর আহত অবস্থায় সরকারী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন কোচবিহার থেকে একটি মারুতি ভ্যান সোনাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় দ্রুত গতিতে একটি সাফারি পুন্ডিবাড়ি থেকে কোচবিহারের দিকে আসছিল। হঠাৎই মধুপুরের কাছে সাফারিটি নিয়ন্ত্রন হারিয়ে মারুতিটিকে ধাক্কা মারলে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় মারুতির চালক ভিতরে আটকে যান এবং তার পা মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুন্ডিবাড়ি থানার পুলিশ। তারা এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।