স্টার স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজার খুঁটিপুজোয় তারার হাট
নিউজডেস্ক- গিরীশ পার্কের স্টার স্পোর্টিং ক্লাবের শ্যামা পুজার খুঁটিপুজো সম্পন্ন হয়ে গেল রবিবার। খুঁটিপুজো উপলক্ষে এদিন এককথায় চাঁদের হাট বসেছিল স্টার স্পোর্টিং ক্লাব চত্বরে। এদিনের এই খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, জোড়াসাঁকো বিধানসভার বিধায়ক স্মীতা বক্সী, রাজ্যের মন্ত্রী তাপস রায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, যুবনেতা সৌম্য বক্সী, জাতীয় পুরস্কার অভিনেতা ঋদ্ধি সেন, অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এবছর ৬০ তম বর্ষে পদার্পণ করল স্টার স্পোর্টিং ক্লাবের এই শ্যামা পুজা। এবারে তাদের ভাবনা ‘ডাক’। এবছর এই পুজোর আবহ সঙ্গীত গেয়েছেন সিধু। প্রতি বছরই স্টার স্পোর্টিং ক্লাবের পুজোয় দর্শনার্থীদের ভীড় উপচে পড়ে। এবারেও তার অনথ্যা হবে না বলেই এদিন আশাপ্রকাশ করলেন পুজোর সাধারন সম্পাদক সৌম্য বক্সী।