জীবন বীমা নিগম ৬৪তম বর্ষে পদার্পন করল

0 0
Read Time:2 Minute, 2 Second

নিউজডেস্ক- গরীব থেকে বড়লোক প্রত্যেকেরই এখন একটাই ভরসা জীবন বীমা এল আই সি! জনমানসের বীমা সম্পর্কে সচেতনতা তৈরিতে ‘এল আই সি’ র ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ! তাই খেটে খাওয়া মানুষরে কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে LIC! 2019 আজ সেই জীবন বীমা নিগম ৬৪ তম বর্ষে পদার্পন করতে চলেছে! তাই ‘এল আই সি’ চাহিদা মানুষের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ! তাই এই বীমা তার সমস্ত প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগিয়ে চলেছে! বিজনেস প্রিমিয়ার, ব্রাঞ্চ অফ অফিস নেটওয়ার্ক বিভিন্ন বীমাগুলির, বীমা গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি করতে ‘এল আই সি’ সমর্থ হয়েছে! ১৯৫৬ সালে মাত্র ৫ কোটি টাকা মূলধন নিয়ে করেছিল! আর আজ LIC এর সম্পদের মূল্য ৩১,১১,৮৪৭.২৮ কোটি টাকারও বেশি এবং লাইফ ফান্ডের পরিমাণ ২৮,২৮,২২০.১২ কোটি টাকা! ১৬৮ টা অফিস নিয়ে শুরু করে ‘এল আই সি’! আজ ‘এল আই সি’ অফিসের সংখ্যা ৪৮৫১! কর্মচারী সংখ্যা এক লক্ষ, এজেন্ট সংখ্যা ১১.৭৯ লক্ষ আর চালু পলিসি সংখ্যা ২৯.০৯ কোটি বেশি! বীমা গ্রাহকের স্বার্থে এবং সমাজ তথা দেশের সামগ্রিক উন্নতির জন্য এল আই সি তার ফান্ড বিনিয়োগ করে থাকে! 31 শে মার্চ 2019 পর্যন্ত 2984331 কোটি টাকা এল আই সি সমাজের উন্নতির জন্য বিনিয়োগ করেছে! 1956 সালে জাতীয়তাকরণের সময় থেকেই এল আই সি তার উদ্দেশ্য সাধনে বদ্ধপরিকর!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!