এবার ওয়েব সিরিজে যুবরাজ
Read Time:44 Second
নিউজ ডেস্ক : ক্রিকেট দুনিয়া থেকে সিনেমা জগতে এবার পা রাখতে চলেছেন যুবরাজ সিং। স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। এমনটাই জানা গিয়েছে ড্রিম হাউস প্রোডাকশনস সূত্রে। একইসঙ্গে এই ওয়েব সিরিজে অভিনয় করবেন যুবরাজের ভাই জোরাবর সিং এবং মা শবনম সিং। মূল চরিত্রে অভিনয় করবেন জোরাবর।
যুবরাজের মা শবনম জানান, “মা হিসেবে, আমি আমার দুই ছেলে ও বৌমার উপর গর্বিত বোধ করছি।“