গঙ্গারামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মধ্য সাহাপাড়া এলাকায় অনুষ্ঠিত হল কর্মীসভা
গঙ্গারামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব সংগঠনের উদ্যোগে, গঙ্গারামপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মধ্য সাহাপাড়া এলাকায় অনুষ্ঠিত হল কর্মীসভা। বুধবার রাতে আয়োজিত তৃণমূলের এই ওয়ার্ড ভিত্তিক কর্মী সভায় উপস্থিত ছিলেন, গঙ্গারামপুর পুরসভার উপ পুরপ্রধান রাকেশ পন্ডিত, শহর তৃণমূল সমন্বয়ক অশোক বর্ধন, সহ সমন্বয়ক অসীম চ্যাটার্জী, তৃণমূল যুব নেতা প্রবীর ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা, প্রভু প্রসাদ, সুমন সাহা প্রমূখ।
আসন্ন পুর নির্বাচনের আগে দলের সমস্ত সংগঠনকে শক্তিশালী করে তুলতে,এই কর্মীসভার আয়োজন করা হয়েছে বলে জানান শহর তৃণমূল সমন্বয়ক অশোক বর্ধন।
এ প্রসঙ্গে অশোক বাবু বলেন, “পুর নির্বাচনের আগে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠনকে, শক্তিশালী এবং সক্রিয় করে তুলতে,এই ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমাদের এই ওয়ার্ড ভিত্তিক কর্মী সভার মাধ্যমে, তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে আগামী পুর নির্বাচনে, আমাদের জয়ের পথ, অনেকটাই মসৃণ হয়ে উঠেছে।”