জোড়কদমে চলছে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের কাজ
Read Time:1 Minute, 0 Second
নিউজ ডেস্ক : পদ্মা নদীর উপর সেতু তৈরি সম্পন্ন করার জন্য দ্রুততার সঙ্গে কাজ চলছে। সূত্রের খবর, চিনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। ৬.১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৮টির।এ বিষয়ে এই কাজে যুক্ত এক আধিকারিক জানিয়েছে, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হবে।