ট্রাম্পের জন্য বাঁদর তাড়াতে ব্যস্ত সিআইএসএফ
Read Time:1 Minute, 6 Second
নিউজ ডেস্ক : নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু দিনের সফরে ভারতে আসছেন মার্কিন রাষ্ট্রপতি। ভারত সফরকালে মার্কিন রাষ্ট্রপতি তাজমহল দর্শনে যেতে পারেন। কিন্তু ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহলে রয়েছে অত্যধিক বাঁদরের উপদ্রব। তাই বাঁদরের জন্য যাতে কোনওভাবেই তাজ দর্শনে ট্রাম্পের অসুবিধা না হয় সে ব্যাপারে তাজ চত্বরে কড়া নজর রাখছে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী।
সিআইএসএফ আধিকারিক ব্রিজ ভূষণ এ বিষয়ে জানিয়েছেন, “গত ছয় মাসে তাজ চত্বরে বাঁদরের উৎপাত তেমনভাবে লক্ষ্য করা যায়নি। ট্রাম্প যখন তাজমহল যাবেন স্বাভাবিকভাবেই সেখানে লোকজন এমনি কম থাকবে তাই বাঁদরের অত্যাচার আগের থেকেও কম হবে। এমনটাই আশা করা হচ্ছে।”