এবার চিংড়িঘাটা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
Read Time:57 Second
নিউজ ডেস্ক : টালার পর এবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চিংড়িঘাটা ব্রিজ। নবান্ন সূত্রে জানানো হয়েছে, পুর ও নগরোন্নয়ান মন্ত্রী ফিরহাদ হাকিম বিশেষজ্ঞদের নিয়ে চিংড়িঘাটা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিংড়িঘাটা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিজ ভাঙার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ডিপিআর জারি করা হয়েছে। জানা গিয়েছে, এই ব্রিজ ভেঙে মাঠপুকুর থেকে চিংড়িঘাটা হয়ে নিউ টাউন পর্যন্ত তৈরি হবে নতুন ব্রিজ।