সামনেই নির্বাচন, তার আগে শিবরাত্রি পুজো করলেন ফিরহাদ হাকিম
Read Time:1 Minute, 16 Second
নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই পরস্পরকে হারাতে মরিয়া। তাই নির্বাচনের আগে মহাশিবরাত্রির দিন ভক্তি সহকারে মহাদেবের পুজো দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। ভোলানাথের মাথায় জল ঢেলে রীতিমতো মন্ত্র উচ্চারণ করে পুজো দিয়েছেন মেয়র। জানা গিয়েছে, কলকাতার তারাতলায় পোর্ট ট্রাস্টের এক নম্বর গেটের কোয়াটার্সে একটি নবমির্মিত শিব মন্দিরে পুজো করেন তিনি।পুজো দেওয়ার সময় “হর হর মহাদেব” মন্ত্রও উচ্চারণ করেন ফিরহাদ। এদিন তিনি বলেন, “ধর্ম অনেকটা রামকৃষ্ণ পরমহংসদেবের সেই কথাটির মতো। যত মত তত পথ। যে যেভাবে ঈশ্বরকে ডাকো, সবাইকে কিন্তু, একই লক্ষ্যে পৌঁছতে হবে। আমাকে যেমন অনেকে ফিরহাদ হাকিম বলেন, কেউ আবার ববি বলেও ডাকে। দুই নামে ডাকলেও আমি কিন্তু, একজন মানুষ।”