শ্যামনগর প্রভাতি সংঘ মাঠ এলাকায় দুস্কৃতিদের গুলি তে জখম B.A 2nd year ছাত্র
Read Time:1 Minute, 16 Second
শ্যামনগর প্রভাতি সংঘ মাঠ এলাকায় দুস্কৃতিদের গুলি তে জখম B.A 2nd year ছাত্র। গুলি বিদ্ধ ছাত্রের নাম অরিন্দ্রজিত সরকার (২০)। গতকাল গভীর রাতে পাড়ার রাস্তা দিয়ে ভ্যানে কিছু লোহার স্ক্রাব নিয়ে যাচ্ছিল কয়েকজন। সেই সময় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। তখন তারা জিজ্ঞাসাবাদ করতেই দুস্কৃতিরা তিন রাউন্ড গুলি ছোড়ে। এরপর সবাই পালিয়ে গেলেও একটি গুলি ছিটকে লাগে অরিন্দ্রজিতের হাতে।ঘটনাস্থলে পুলিশ আসার আগেই দুস্কৃতিরা পালিয়ে যায়।সংগে সংগে এলাকার বাসিন্দারা অরিন্দ্রজিত কে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তারপর সেখান থেকে কল্যানি জে,এন, এম হাস পাতালে নিয়ে চিকিৎসকরা তাকে চিকিৎসার পর আজ সকালে তাকে ছেড়ে দেন।ঘটনার তদন্ত করছে জগদ্দল থানার পুলিশ।