কেরলে উদ্ধার ১৪ টি তাজা পাকিস্তানি কার্তুজ
Read Time:1 Minute, 22 Second
নিউজ ডেস্ক : বেশ কিছু তাজা কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে কেরালার কোল্লামের ব্রিজের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুটারে চেপে যাওয়ার সময় দুই ব্যক্তি রাস্তার ধারে সন্দেহজনক কিছু পরে থাকতে দেখে খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৪ টি তাজা কার্তুজ উদ্ধার করে।
এ বিষয়ে কুলাথুপুজা থানার পুলিশের অনুমান, কার্তুজগুলি পাকিস্তানে তৈরি। কারন তাঁদের দাবি, কার্তুজের গায়ে লেখা আছে পিওএফ। আর পিওএফ-এর পুর অর্থ হল-পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি। কার্তুজগুলি ৭.৬২ এমএমের। কেরালা রাজ্য পুলিশের প্রধান লোকনাথ বেহরা জানিয়েছেন, কেরালা পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের হাতে ঘটনার তদন্ত ভার ছেড়ে দেওয়া হয়েছে।