দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামলেন অজিত দোভাল
Read Time:1 Minute, 8 Second
নিউজ ডেস্ক : দিল্লির হিংসা রুখতে অবশেষে মাঠে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মঙ্গলবার রাতেই তিনি দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে এক জরুরী বৈঠক করেন। সেইসঙ্গে দেখা করেন উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনারের সঙ্গে। কড়া হাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বুধবার সকালে উত্তরপূর্ব দিল্লির একাধিক অঞ্চল সরেজমনিতে ঘুরে দেখেন তিনি।
অবশ্য এদিন সকালেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা। এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উন্মত্ত জনতার রোষে পড়তে হয় সাধারন মানুষ থেকে শুরু করে পুলিশ, নিরাপত্তাবাহিনী এমনকী খবর সংগ্রহে আসা সাংবাদিকদেরও।