কেজরিওয়ালেরও কড়া শাস্তির দাবি জানালেন দিল্লি বিজেপির অধ্যক্ষ

0 0
Read Time:1 Minute, 36 Second

নিউজ ডেস্ক : দিল্লির হিংসার জন্য কেজরিওয়ালেরও শাস্তির দাবি তুললেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। টুইটে তিনি লেখেন, “দ্বিগুণ শাস্তি হওয়া মানে তো তাহেরের পাশাপাশি ওদের বসকেও কড়া শাস্তি দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের ফাঁসির সাজা দেওয়া উচিত।” এর পাশাপাশি তীব্র ক্ষোভ উগরে তিনি বলেন, “একজন আইবি কর্মীকে ৪০০ বার কোপানো হয়েছে, ধার্মিক অসহিষ্ণুতা আপকে এত নীচে নামিয়ে দিয়েছে?”
উল্লেখ্য, দিল্লির হিংসার সাথে জড়িত থাকার কারণে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর দল থেকে বহিষ্কার করেন এক আপ নেতাকে। শুধু তাই নয়, দিল্লিতে আইবি কর্মী অঙ্কিত শর্মাকে অপহরণ এবং খুনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে আম আদমি পার্টির কাউন্সিলর তাহের হুসেনের বিরুদ্ধে। এদিকে তার আগে কেজরিওয়াল জানিয়েছিলেন, এই হিংসায় তাঁর দলের কেউ জড়িত থাকলে দ্বিগুণ সাজা হওয়া উচিত। তাঁর ওই কথার উপর ভিত্তি করেই বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এমন ট্যুইট করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!