ডাকাতিতে বাধা দেওয়ায় দোকান মালিককে ধারালো অস্ত্রের কোপ ও গুলি
Read Time:1 Minute, 2 Second
সোনার দোকানে ডাকাতি। দোকানের মালিক বাধা দেওয়ায় প্রথমে ধারালো অস্ত্রের কোপ ও পড়ে পেটে গুলি। আশঙ্কাজনক অবস্থায় দোকানের মালিক বিমল সাঁতরা কে হরিপাল গ্রামীণ হাসপাতালে ও পড়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিপাল থানায় প্যাঁটরা হাটতলা এলাকায়। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ সাত থেকে আট জনের ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে বোমাবাজি করতে করতে আর, কে, জুয়েলার্স দোকানে ঢোকে। শোকেস ও সিন্দুক থেকে ব্যাপক লুটপাট চালিয়ে পায়ে হেঁটে চলে যায়। পরে পুলিশ এসে দোকান থেকে গুলির খোলা উদ্ধার করে।