দুনিয়া থেকে বয়কটের হুমকি পাকিস্তানকে
Read Time:1 Minute, 8 Second
নিউজ ডেস্ক : নেট দুনিয়ার নিয়মভঙ্গ করেছে। আর এই অপরাধে সমগ্র দুনিয়া থেকে বয়কট করা হচ্ছে তাকে। এমনই শোচনীয় অবস্থা হতে চলেছে পাকিস্তানের। এ বিষয়ে এশিয়া ইন্টারনেট কলিশানের পক্ষ থেকে ইমরান-সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, নেট দুনিয়া থেকে বরখাস্ত হয়ে যাবে এই দেশ।
সোশ্যাল মিডিয়া সহ গুগুলের বক্তব্য, দেশের সেন্সরশিপ নিয়ম বানানোর সময় কোনও এক্সপার্টের পরামর্শ নেয়নি পাকিস্তান। এমনকী, পাক-সেন্সরশিপ আইনে আপত্তিজনক বিষয়বস্তুর উপর কোনও নিষেধাজ্ঞার কথা স্পষ্টভাবে বলা হয়নি। এরপরই ফেসবুক, ট্যুইটার, গুগুলের পক্ষ থেকে পাকিস্তানকে পরিষেবা বন্ধের হুমকি দেওয়া হয়েছে। এরপরই মাথায় হাত পড়েছে পাক-প্রধানমন্ত্রীর।