দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্তকে ‘গুলি’ করে হত্যা করা হল উত্তর কোরিয়ায়
Read Time:1 Minute, 0 Second
নিউজ ডেস্ক : গুলি করে হত্যা করা হল করোনা ভাইরাস আক্রান্তকে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন শনিবার দেশের প্রথম করোনাভাইরাস আক্রান্তের সঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটালেন। জানা গিয়েছে, তাঁর দফতর থেকেই আক্রান্তকে এমন নিষ্ঠুরভাবে মারার নির্দেশ আসে।
বর্তমানে প্রায় ৫৭টি দেশ আক্রান্ত এই মারণ-ভাইরাসে। এই অবস্থা দেখার পরই নড়েচড়ে বসেছে পিয়ংইয়ং। শুক্রবার যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা-মহড়া হয় কিমের দেশে। সরকারি আধিকারিকদের সতর্ক করে কিম বলেছেন, “যদি কোনওভাবে ওই ভাইরাস এদেশে ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার ফল মোটেও ভালো হবে না।”