প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করার জন সচেতনতামূলক অভিযান ফিরহাদ হাকিমের
নিউজ ডেস্ক : রবিবার সকালে মহানাগরিক ফিরহাদ হাকিম পরিবেশ রক্ষার্থে সচেতনতামূলক অভিযান করলেন। ৮২ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে নিজের হাতে প্লাস্টিক বর্জন ও প্লাস্টিক মুক্ত ব্যাগ বিলি করেন।
এ বিষয়ে তিনি বলেন, “প্রতি রবিবারই আমরা পরিবেশ সচেতনতার দিকে লক্ষ্য রেখে নানা কর্মসূচি করে থাকি। এদিনের প্রচারের মূল বিষয় “প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করা।” পাশাপাশি তিনি এও বলেন, পরিবেশ আমাদের কাছে একটি বড় সমস্যা। শহরকে যতই সুন্দর করে সাজানো হোক না কেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে না পারলে মানুষের সুস্থ থাকা একেবারেই অসম্ভব। তাছাড়া যত্রতত্র প্লাস্টিক পড়ে থাকায় ড্রেনের মুখ বন্ধ হয়ে পড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। তাই নানা কাজের মধ্যেও সময় বার করে নিজের কাঁধে তুলে নিয়েছেন এই দায়িত্ব। জন সচেতনতা বৃদ্ধি করতে যাচ্ছেন প্রতি বাড়ি। উল্লেখ্য, সম্প্রতি তিনি বাজারে এমনকী প্রত্যেক দোকানে গিয়ে এ ব্যাপারে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন বলে জানান ফিরহাদ হাকিম।