বিধায়কের উপস্থিতিতে পুরসভার ভোটের প্রচারে দেয়াল লিখন শুরু তৃণমূলের
Read Time:45 Second
বিধায়কের উপস্থিতিতে পুরসভার ভোটের প্রচারে দেয়াল লিখন শুরু তৃণমূলের।রবিবার হুগলি চুঁচুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কেওটা কুলতলা মোড়ে তৃণমূলের দেয়াল লিখনে হাত লাগলো বিধায়ক অসিত মজুমদার।সামনেই পুরসভার ভোট সেই ভোটের প্রচারে এলাকায় দেয়াল লেখা শুরু করেছে তৃণমূলের নেতা কর্মীরা।এদিন দেয়াল লেখায় হাত লাগলো স্বয়ং বিধায়ক।কাজের নিরিখে পুরসসভা ভোটে সব আসন জিতবে তৃণমূল জানালো বিধায়ক।