আক্রমণ বিজেপি কর্মীদের উপর
Read Time:43 Second
আজ ধর্মতলায় বিজেপির মিটিং এর গাড়ি যাওয়ার সময় কিছু দুষ্কৃতী হঠাৎ খিদিরপুরের মাজারের কাছে বিজেপির গাড়ির উপর চরাও হয়ে ইঁট কাঠ হেলমেট দিয়ে বিজেপি কর্মীদের মারতে থাকে… একজনের হাত ভেঙেছে.২-৩ জনের মাথা ও দাঁত ভেঙে দিয়েছে..বিজেপির কর্মীরা এখন হেস্টিংস থানাতেই আছি .গাড়ি ও জমা আছে…একটা ছেলেকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছেনা..ওরা গাড়ি থেকে টেনে নিয়েগেছিল….বাকিরা পালিয়ে এসেছে …