গরু ঘাস খাওয়া নিয়ে বচসা সংঘর্ষ জখম মাধ্যমিক পরীক্ষার্থী সহ 4
বসিরহাট বসিরহাট থানা ভারত-বাংলাদেশ সীমান্তের পাইকারডাঙ্গা গ্রামের ঘটনা। বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী সামাদ মন্ডলের গরু রওসনা বিবির জমির ঘাস খেয়ে নিচ্ছে। বেশ কয়েকবার এই নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ বচসা হয়। আজ সোমবার সকাল বেলা গরু যাকে কেন্দ্র করে সেটা চরম জায়গায় পৌঁছায়। রসনার বাড়ির আজ সোমবার সেখান থেকে গরু যাচ্ছিল । প্রতিবাদ করলে সামাদ মণ্ডল ও তার স্ত্রী ইলি বিবি ধারালো ঘাস কাটা হেসো বাস লাঠি নিয়ে নিয়ে হামলা চালায় ।ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে ।একই পরিবারের দিদা দুই নাতি সহ বৌমা চারজন জখম হন। এরমধ্যে বড় নাতনি রুবিনা খাতুন এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী তাকে এলোপাতাড়ি মারধর করে ।পাশাপাশি ছোট নাতনি এই আক্রমণের থেকে রেয়াদ পাইনি তার মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে ।বাদ গেল না ষাটোর্ধ্ব দিদা রচনা বিবি ও তার বৌমা জেসমিনা বিবি মোট যখন চারজনক। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পাঠিয়েছে ।এই ঘটনার পিছনে কোন দুই পরিবারের পুরনো শত্রুতা আছে কিনা। পাশাপাশি জমিসংক্রান্ত বিবাদ বা রাজনৈতিক কোনো ঘটনা আছে কিনা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। সামান্য গরুর ঘাস খাওয়াতে কেন্দ্র করে এইভাবে ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতিবেশী সামাদ মণ্ডল ও ইলা বিবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। পাশাপাশি পাল্টা অভিযোগ তুলেছে সামাদ মণ্ডল এর পরিবার ।যে তাদেরকে মারধর করা হয়েছে তারাও পাল্টা অভিযোগ জানাবে পুলিশের কাছে।