চিন-পাকের ক্ষেপণাস্ত্রের ব্যবসার জন্য বেছে নেওয়া হয়েছে ভারতের জলপথকে
Read Time:1 Minute, 16 Second
নিউজ ডেস্ক : সম্প্রতি গুজরাটের কান্দালা বন্দরের কাছে চিনের একটি জাহাজকে আটক করেছিল DRDO। আটক করা ওই জাহাজ থেকে উদ্ধার হয়েছিল বেশকিছু মিসাইল লঞ্চার ও অস্ত্রশস্ত্র। যাবতীয় অস্ত্রসস্ত্র পরীক্ষা নিরীক্ষার পর মঙ্গলবার এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মিসাইল বিজ্ঞানীরা।
বৈজ্ঞানিক এবং DRDO-র দাবি, ওই সরঞ্জামগুলি পাকিস্তানের শাহিন-II নিউক মিসাইল প্রস্তুত করার জন্য চিন থেকে আনা হচ্ছিল। শুধু তাই নয়, ১৫০০-২০০০ কিলোমিটার পর্যন্ত অঞ্চলে অবলীলায় ধ্বংস চালাতে সক্ষম মিসাইলটি। এহেন তথ্য জানার পরই প্রতিবেশী দেশের এই কার্যকলাপে রীতিমত চিন্তায় পড়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। চিন থেকে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম আনানোকে হালকাভাবে দেখছেন না কূটনৈতিক মহল।