কর্মীসভা মঞ্চেই দলীয় নেতাদের ক্লাস লাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Read Time:40 Second
কর্মীসভা মঞ্চেই দলীয় নেতাদের ক্লাস লাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ,জেলা পরিষদ সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ একাধিক নেতাদের মঞ্চে দার করিয়ে ক্লাস লাগলেন নেত্রী।এক ডজন আসনে দশ ডজন নেতা।পাশাপাশি রতুয়ার তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিনের রাস টানার কোথাও বলেন তৃণমূল সুপ্রিমো।