অবসরের সময়সীমা ২ বছর বাড়ালেন মুখ্যমন্ত্রী
Read Time:1 Minute, 18 Second
নিউজ ডেস্ক : সরকারি চিকিৎসক এবং নার্সদের জন্য সুখবর। চাকরি ক্ষেত্রে তাঁদের আরও দু’বছর রাখা হবে। অর্থাৎ অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তাঁরা আরও দু’বছর চাকরিতে বহাল থাকবেন। এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, কাজের ক্ষেত্রে অবশ্যই তাঁকে হতে হবে যোগ্য।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক ও নার্সদের একাংশ তাঁদের সঙ্কট মেটানোর আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। ওই সঙ্কটের কথা বিবেচনা করেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সুপ্রিম। আগামী এক বছরে ২৩০ জন সরকারি ডাক্তার এবং ২৮০ জন নার্সিং কর্মী অবসর নিতে চলেছেন। ফলে এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের ফলে অনেকেই উপকৃত হবেন বলে মনে অনুমান।