হুগলি জেলাতে করোনা ভাইরাসের আতঙ্কে বিক্রি হচ্ছে না রঙ থেকে পিচকারি।
Read Time:45 Second
সুমন করাতি(হুগলি):করোনা ভাইরাসের আতঙ্কে এবারে রং ব্যাবসায় মন্দা।জানা গিয়েছে পিচকারি তৈরী হয়ে এসেছে চিন থেকে তাই পিচকারি কিনছেন না ক্রেতারা।অন্যদিকে দেখা গেল বিভিন্ন মুদিখানা দোকানে অথবা দশকর্মার দোকানে যেখানে থাকত বিভিন্ন রঙের ফুট কড়াই বা বিভিন্ন রঙের মট সেখানে পাওয়া যাচ্ছে শুধুই সাদা ফুটকরাই বা মট।বিক্রেতারা বলেন করোনা ভাইরাসের আতঙ্কে এবার তাদের ব্যাবসার অবস্থা খুবই করুন।