উত্তরপাড়ায় দোলের দিন রং খেলে গঙ্গায় শান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু আইনজীবীর
Read Time:36 Second
কোন্নগর নবগ্রাম এলকার অভিষেক রায় 34 উত্তরপাড়ার নিজের শ্যালিকার বাড়িতে দোলের রং খেলতে এসেছিলো।রং খেলে উত্তরপাড়া শখের বাজার গঙ্গার ঘাটে শান করতে নেমে তলিয়ে গেছেন।অভিষেক সাঁতার জানতো না বাড়ির লোকের দাবি।অভিশেক পেশায় হাই কোর্টের আইনজীবী।কি করে জলে ডুবে গেলো অভিষেক তা ক্ষতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।