মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
নিউজ ডেস্ক : কঠিন আইন প্রণয়নের পরও এতটুকুও ভয় নেই নির্যাতনকারীদের। ফের সংবাদ শিরোনামে নির্যাতনের শিকারের ঘটনা সামনে এল। মূক ও বধির এক কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের দুবরাজপুর থানার বসহরি গ্রামে।
পুলিশ ও নির্যাতিতার পরিবারের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বছর পনেরোর নির্যাতিতা কিশোরী তার গ্রামের এক কালী মন্দিরে গিয়েছিল। অভিযোগ, একা পেয়ে অভিযুক্ত যুবক শুভেন্দু হাজরা নির্যাতিতাকে এক নির্জন গলিতে নিয়ে যায়। এরপর সেখানে ওই মুখ ও বধির কিশোরীকে হাত-পা বেঁধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়ি ফেরার পর পরিবারের লোকজন নির্যাতিতার চেহারা ও পোশাক দেখে বিষয়টি অনুমান করে। এরপরই নির্যাতিতার ইশারাতে ঘটনাটি জানায় ও অভিযুক্তকে দেখিয়ে দেয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয় দুবরাজপুর থানায়। বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “নির্যাতিতা কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে”। এদিন তাকে সিউড়ি পক্সো আদালতে তোলা হবে।