“মানুষ গর্জন করে দল ছাড়ে আর লেজ নাড়তে নাড়তে দলে ফেরেন”, বিস্ফোরক মন্তব্য ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর
Read Time:52 Second
নিউজ ডেস্ক : বুধবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর এরই মধ্যে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বুধবার ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেস বাঘেল তীব্র কটাক্ষ করলেন সিন্ধিয়াকে।
তিনি বলেন, “আমরা সবসময় দেখেছি মানুষ ‘গর্জন’ করে কংগ্রেস ছাড়েন এবং তারপর লেজ নাড়তে নাড়তে দলে ফিরে আসেন।” এখানেই তিনি বাক্যবাণ শেষ করেননি। সেইসঙ্গে তিনি আরও বলেন, “নিশ্চয় কোনও বাধ্যবাধকতা ছিল না হলে এরকম হঠাৎ করে কেউ বিশ্বাসঘাতক হয়ে ওঠে না।”