বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক : চালু হল বাংলাদেশের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। বৃহস্পতিবার বেলা ১১টা ২ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, ১১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। এটি এশীয় মহাসড়কের অংশ। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে প্রথম বিশ্বমানের মহাসড়ক। মূল মহাসড়কটি চার লেনের। ২০১৬ সালের মে থেকে প্রকল্পের কাজ শুরু হয়। আগামী জুনে প্রকল্পের কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের তিন মাস আগেই নির্মাণ শেষ হল। ৫৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর তা যান চলাচলের জন্য পুরোপুরি চালু হলো। এই মহাসড়ক ব্যবহারের আগে যাত্রাবাড়ী থেকে মাওয়া যেতে সময় লাগত গড়ে দুই ঘণ্টা। কিন্তু সেই সময় কমে এখন লাগছে ৩০-৪০ মিনিট।