হাইকোর্টের পর এবার সুপ্রিমকোর্টে তিরস্কার যোগী সরকারকে
Read Time:1 Minute, 0 Second
নিউজ ডেস্ক : সিএএ বিরোধীদের নামে রাস্তার মোড়ে হোর্ডিং দেওয়াকে কেন্দ্র করে এবার সুপ্রিমকোর্টেও তিরস্কৃত হতে হল যোগী সরকারকে।
উল্লেখ্য, গত সপ্তাহেই এই ঘটনায় এলাহাবাদ হাইকোর্টের তোপের মুখে পড়েছেন যোগী সরকার। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয় যোগী প্রশাসন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে জানিয়েছে যে, এই ধরনের পোস্টার গোপনীয়তার অধিকার খর্ব করে। অপরাধীরা শাস্তি পাবে কিন্তু তার বাইরে যাওয়ার অধিকার রাষ্ট্রের নেই।