পরিবারের মেয়ের বিয়ের জন্য অর্থ সাহায্য তৃণমূলের
Read Time:1 Minute, 6 Second
সুমন করাতি(হুগলি):দুঃস্থ পরিবারের মেয়ের বিয়ের জন্য অর্থ সাহায্য তৃণমূলের।শুক্রবার মগড়া থানার অন্তর্গত সপ্তগ্রাম গ্রামপঞ্চায়েতের ছোট খেজুরিয়া এলাকার এক দুঃস্থ পরিবার অর্থের অভাবে তাদের মেয়ের বিয়ের না হওয়ার সমস্যা নিয়ে দ্বারস্থ হয় তৃণমূলের।সমস্যার কথা শুনেই সেই পরিবারের পাশে দাঁড়ায় চুঁচুড়া মগড়া ব্লকের যুব তৃণমূলের সভাপতি দেবব্রত বিশ্বাস।এদিন তৃণমূল নেতা ওই দুঃস্থ পরিবারের হাতে তাদের মেয়ের বিয়ের জন্য অর্থ তুলে দেন।এছাড়াও রূপশ্রী প্রকল্পের টাকা যাতে এই পরিবার তাড়াতাড়ি পায় তার ব্যাবস্থাও করা হয়েছে বলে জানান যুব তৃণমূল নেতা।