বাংলার গর্ব মমতা কর্মসূচি সারলেন হরিপালের বিধায়ক
Read Time:1 Minute, 8 Second
সুমন করাতি(হুগলি):বাংলার গর্ব মমতা কর্মসূচি সারলেন হরিপালের বিধায়ক।শুক্রবার কামারকুন্ডুতে বাংলার গর্ব মমতা কর্মসূচি সারলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।এদিন বিধায়ক সাংবাদিকদের সাথে জলযোগে যোগাযোগ কর্মসূচিও সারেন।সাংবাদিকদের সামনে এদিন তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন বিধায়ক।সাংবাদিকদের থেকে বিভিন্ন এলাকার সমস্যার কথাও এদিন শোনেন বিধায়ক বেচারাম মান্না।এদিন সাংবাদিকদের ছাতা উপহার দেন বিধায়ক।ছাতা উপহার দিয়ে বিধায়ক বলেন সাংবাদিকদের রোড পুড়ে,জলে ভিজে কাজ করতে হয় তাই সাংবাদিকদের কষ্ট করে কাজের কথা মাথায় রেখে তাদের ছাতা দিয়েছেন।