সিন্ধিয়া বিজেপিতে সম্মান পাবে না, দাবি রামনিবাস রাওয়াত-এর
Read Time:1 Minute, 4 Second
নিউজ ডেস্ক : দলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভবিষ্যত সম্পর্কে নিরাপদ না থাকায় বিজেপিতে যোগ দিয়েছেন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি রামনিবাস রাওয়াত।
মঙ্গলবার কংগ্রেস থেকে পদত্যাগ করার পর বুধবার বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য। এরপরই কংগ্রেসের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। তাঁকে একহাত নিতে ছাড়েননি রামনিবাস’ও। তিনি বলেন, “জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়েছেন দেখে দুঃখ হয়। তিনি মনে করেছিলেন কংগ্রেসে তাঁর কেরিয়ার শেষ হবে।” একইসঙ্গে রামনিবাস দাবি করেন যে, সিন্ধিয়া বিজেপিতে সম্মান পাবে না।