‌জেইই মেইন এবং নিট–এর দিনক্ষণ ঘোষণার পর জেআইএস গ্রুপের এমডি সর্দার তরণজিৎ সিংয়ের প্রতিক্রিয়া

0 0
Read Time:2 Minute, 27 Second

‘‌গতকাল জানতে পারলাম ১৮–২৩ জুলাই জেইই মেইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আইআইটিতে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা নেওয়া হয়। আর মেডিক্যালের জন্য নিট নেওয়া হবে ২৬ জুলাই। অনেক পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। এ বছর নিট দেবে প্রায় ১৫ লক্ষ এবং জেইই মেইন পরীক্ষায় বসবে প্রায় ৯ লক্ষ পড়ুয়া।

এই ঘোষণার জন্য সবাইকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। অনেকের মনে অনিশ্চয়তা ছিল। তাই পরীক্ষার দিনক্ষণের ঘোষণা একটা বড়সড় স্বস্তি এনে দিল। এটা নিঃসন্দেহে একটা ভাল খবর। এর ফলে পড়ুয়ারা মানসিক ভাবে অনেকটা চাঙ্গা হবে। আর একটা ভাল দিক হল, হাতে অনেক সময় রয়েছে। ফলে পরীক্ষার প্রস্তুতির জন্য তারা সেটাকে কাজে লাগাতে পারবে।

পড়ুয়াদের বলব, তাদের কোনও অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে। লকডাউনের কারণে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে কোনও বিষয়ে আমরা সাহায্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি। পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীববিদ্যা নিয়ে মক টেস্ট নিচ্ছি, টিউশনেরও ব্যবস্থা রয়েছে। তাদের সাহায্য করার জন্য রয়েছেন বিশেষজ্ঞ শিক্ষকরা। এর জন্য পড়ুয়াদের কোনও খরচ লাগবে না।

জেক্সপো–র মতো আরও কয়েকটি পরীক্ষার দিনক্ষণের ব্যাপারে এখনও কোনও ঘোষণা হয়নি। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই অবস্থা। দেখা যাক, এগুলির ব্যাপারে কত তাড়াতাড়ি সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি।’‌

আরও জানতে
মালা দাশগুপ্ত- 9830105433 / grey matter PR

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!