বুধবারের মধ্যে রাস্তায় না নামলে বৃহস্পতিবার কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার

0 0
Read Time:3 Minute, 39 Second

নিউজ ডেস্ক: বুধবার পর্যন্ত রাজ্যের বেসরকারি বাস মিনিবাস এর ওপর লক্ষ্য রাখবে মুখ্যমন্ত্রী। আর তারপরেই অ্যাকশন নেবেন তিনি, এমনটাই জানালেন মঙ্গলবার নবান্ন থেকে। এইদিন মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন যে, বুধবার রাস্তায় না নামলে বৃহস্পতিবার বেসরকারি বাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চালক দিয়ে চালাবে রাজ্য সরকারই। বেসরকারি বাস ও মিনিবাসকে হুঁশিয়ার করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন ১৫ হাজার টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছিল। আশা করি বিবৃতি নয় যেটা কথা হয়েছিল তাই দেওয়া হবে। মানুষের স্বার্থে কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। ডিজেলের দাম বাড়ছে একে সমর্থন করা হচ্ছে না। ডিজেলের মূল্যবৃদ্ধি যখন ভাড়া বাড়ানোর কথা উঠছে, সে ক্ষেত্রে ডিজেলের দাম যখন কমবে তাহলে তখন ভাড়াও কমাতে হবে। তিনি জানিয়েছেন যে আশাকরি বুধবারের মধ্যে রাস্তায় ৬ হাজার বেসরকারি বাস নাববে। কিন্তু তার পরেও যদি রাস্তায় বাস না নামে তাহলে অন্য উপায়ে নিতে হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাস সংগঠনের ওপর। ইগোর লড়াই বন্ধ করার কথা তিনি বলেছেন। বুধবার পর্যন্ত লক্ষ্য রাখবে মুখ্যমন্ত্রী, পরশু থেকে পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

এই দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে বিয়ে বাড়িতে ৫০ জন পর্যন্ত জমায়েত হতে পারবে। এর আগে সরকারি নির্দেশ অনুযায়ী ২৫ জন পর্যন্ত জমায়েতের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তিনি সেই সংখ্যা বাড়িয়ে ৫০ জন পর্যন্ত করেছেন। তিনি জানিয়েছেন যে দুই পরিবার মিলিয়ে দেখা যাচ্ছে অনেক বিয়েবাড়িতে ২৫ জন হয়ে যাচ্ছিল তাতে অনেকেরই অসুবিধা হচ্ছিল। তাই বিয়ে বাড়িতে 50 জন করে জমায়েতে অনুমতি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। তবে শেষকৃত্যের ক্ষেত্রে ২৫ জনের বেশি যোগ দেওয়া যাবে না।

এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে মর্নিংওয়াক করার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মর্নিং ওয়াক এর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ভোর ৫.৩০ টা থেকে ৮.৩০ টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখেই করতে হবে মর্নিং ওয়াক।

চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে রেশন দেবে প্রধানমন্ত্রী। এবার কেন্দ্রীয় সরকারকে টেক্কা দিল রাজ্য সরকার। আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে রাজ্য সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!