মধ্যপ্রদেশে তৈরি হল এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র

0 0
Read Time:1 Minute, 53 Second

নিউজ ডেস্ক: শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের রেওয়াতে তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুধু আজ নয় একবিংশ শতাব্দীতে অন্যতম হতে চলেছে সৌরশক্তি। সৌরশক্তি সুনিশ্চিত ও সুরক্ষিত ইতিহাস তৈরি করল রেওয়া। নর্মদা ও সাদা বাঘের জন্য পরিচিত ছিল মধ্যপ্রদেশের রেওয়া। এবার তার সঙ্গে যুক্ত হলো এশিয়ার বৃহত্তম সৌর কেন্দ্র। এই সোলার প্লান্ট তৈরি হয়েছে ৭৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এর আগে ভারতের সব থেকে বড় সোলার পার্ক ছিল কর্নাটকে। মধ্যপ্রদেশের সৌর বিদ্যুৎ প্রকল্প টি তৈরি করতে খরচ হয়েছে ৪,৫০০ কোটি টাকা। কেন্দ্রের তরফ থেকে ১৮৩ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। জানা গিয়েছে যে এই প্রকল্প থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ প্রতিবছর ১৫ লক্ষ টন কার্বন হ্রাস করবে। এমনকি এই সৌর বিদ্যুৎ থেকে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে দিল্লীর মেট্রোরেলে। এছাড়াও ২৪ শতাংশ সরবরাহ করা হবে গণপরিবহনের মাধ্যমগুলির ক্ষেত্রে। এবং বাকি অন্যান্য রাজ্যগুলিকে প্রদান করা হবে বলেও জানা গিয়েছে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!