ইন্ডিয়া আইডিয়াস সামিটে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত তৈরি করার কথাই জোর গলায় বললেন

0 0
Read Time:2 Minute, 57 Second

নিউজ ডেস্ক: বুধবার রাত্রি ৯ টায় ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-মার্কিন বিজনেস কাউন্সিলের আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবছর কাউন্সিল গঠনের ৪৫ তম বর্ষপূর্তি কারণে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেছেন আরও উন্নত ভবিষ্যৎ চায় গোটা বিশ্ব। উন্নয়নে নজর রাখতে হবে গরিবদের উপর। আত্মনির্ভর ভারত গড়াই হল আমাদের একমাত্র লক্ষ্য। ভারতে ৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। লগ্নির উপযুক্ত জায়গা হল ভারত। প্রধানমন্ত্রী আরও জানিয়েছে, ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নির আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। ভারতের স্বাস্থ্য ক্ষেত্র প্রতিবছর ২২ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। মেডিকেল প্রযুক্তি, টেলিমেডিসিন ও ডায়াগনস্টিকের ক্ষেত্রে ভারতের সংস্থাগুলির অগ্রগতি ঘটেছে।

ভারতের প্রতিরক্ষা ও কার ক্ষেত্রে লগ্নির উপযুক্ত জায়গা। প্রত্যক্ষ বিদেশি লগ্নির উর্ধ্বসীমা বাড়ানো হচ্ছে। প্রতিরক্ষা সরঞ্জাম ও প্লাটফর্ম উৎপাদনে উৎসাহ দিতে ভারত দুটি ডিফেন্স করিডর স্থাপন করেছে। অর্থ বীমার ক্ষেত্রে মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন যে এফডিআইয়ের সীমা ৪৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হল। এছাড়াও ভারতের শক্তি ক্ষেত্রে লগ্নির বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মার্কিন সংস্থার কাছে এই ক্ষেত্রে লগ্নির ভালো সুযোগ রয়েছে বলেও তিনি সূচিত করেছেন। তিনি আরো জানিয়েছেন যে যখন বাজার উন্মুক্ত রয়েছে, সুযোগ প্রচুর রয়েছে একাধিক বিকল্প প্রচুর রয়েছে তখন আশাবাদ পিছনে থাকতে পারেনা। ব্যবসায়ী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেটিং রয়েছে। ভারত উন্নতি করছে। ২০১৯ – ২০ সালে ভারতের এফডিআই ছিল ৭৪ বিলিয়ন। অর্থাৎ ২০১৭ – ১৮ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!