কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিজেপির পক্ষ থেকে পতাকা উত্তোলন

0 0
Read Time:1 Minute, 40 Second

চন্দন মন্ডল, খড়গপুর: আজ ২৬জুলাই ঠিক ২১বছর আগে (২৬জুলাই১৯৯৯) সালে আজকের দিনে পাকিস্তানের হাত থেকে ভারতের বীর সৈনিকদের রক্তখৈ সংগ্রামের নিজেদের আত্ম বলীদানের মধ্যে দিয়ে কার্গিল সেক্টর পাকিস্তানের কব্জা থেকে মুক্ত করেন। তাই আজকের এই বিশেষ দিনটি প্রতিবছরের নেয় কার্গিল বিজয় দিবস রুপে পালিত হয়ে আসছে। তাই আজ মহামারির চরম বিপরীত পরিস্থিতির মধ্যেও, দেশের জন্যে যে বীর ভারতীয় সৈনিকরা নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন সেই বীর যোদ্ধাদের উদ্দেশ্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ কোরতে এবং হৃদয়ের সাথে স্মরণ করতে আজ খড়গপুর সদর ২২৪ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের জাতীয় পতাকা কে সম্মানের সহিত স্যালুট জানিয়ে শাহিদের স্মরণ করেন। একত্রিত হয়ে তাঁদের কন্ঠে স্লোগান ওঠে ভারত মাতা কি জয়, বন্দেমাতরম, জয় হিন্দ এবং সংকল্প নেন যখনই দেশের উপর কোনো রকম দুঃশক্তি চোখ তুলে তাকাবে,প্রতিটি ভারতের নিবাসী সৈনিক দের কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে গিয়ে সেই দুষ্ট শক্তিদের পরাস্ত করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!