করোনেশন ব্রিজে ভারী যান চলাচলে নিষিদ্ধ

0 0
Read Time:4 Minute, 43 Second

নিউজ ডেস্ক: করোনেশন ব্রীজ রক্ষা কার্যে নিযুক্ত পুলিশ, কর্মী সম্মানিত।মালবাজার-৮২ সাল আগের তৈরী করোনেশন সেতু বর্তমানে খুব সঙীন অবস্থায়।তাই সরকারী নির্দেশে ১০ টনের উপর যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেভক পুলিশ, আউট পোষ্ট ও মংপং পুলিশ, পোষ্টের দ্বারা, নাকা চেকিং নিয়মিত ভাবে চলছে।চলছে কড়া নজরদারী।পুলিশের এই কাজে খুসী এলেনবাড়ী থেকে তিস্তা সেতুতে বিকল্প সেতুর জন্য ২০১৯ সাল থেকে আন্দোলনকারী ডুয়ার্স ফোরাম ফর সোশাল রিফর্ম।সোমবার সন্ধায় এই সংগঠনের সচিব চন্দন রায় এর,নেতৃত্বে সদস্যরা মংপং আউট পোষ্টের ও সি সমীর লেপচা ও সেভ আউট পোষ্টের এ,এস,আই সুদীপ ছেত্রী,এবং সেভক সেতুর উপর নজরদারীতে নিযুক্ত সব পুলিশকে সম্মানিত করেন।তাদের হাতে ফুলস্তবক, গলায় খাদা পড়িয়ে ও মিষ্টি প্রদান করেন। যাতে এদের মনোবল বাড়ে।এর সাথে দ্বিতীয় সেভক সেতুর দাবী তুলে দেওয়া,হয় পুলিশ আধিকারিকদের হাতে।সেভক সেতুর উপর ১০ টনের বেশী যানবাহন চলাচলে নিষেধজ্ঞার বিষয়ে মংপং ও সি সমীর লেপচা বলেন করোনেশন সেতুর নীচের অংশ,নাজুক পরিস্থিতিতে আছে।এন এউচ সাব ডিভিসন ১ এর সহকারী বাস্তুকার নির্দেশে ১০ টনের কম যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে। যতদিন অন্য কোন আদেশ না,আসে ততদিন ১০ টনের বেশী যানবাহন চলতে দেওয়া হবে না। সংগঠনের সভাপতি দেবীলাল আগরওয়াল কালিম্পং জেলার করোনেশন সেতুর এই খারাপ অবস্থায় গভীর চিন্তা ব্যাক্ত করেছেন।তিনি বলেন এই সময় পুলের বেস,প্রায় নষ্ট হতে চলেছে।এই অবস্থায় সেতু ভেঙে গেলে নর্থ ইষ্ট,ভুটান ডুয়ার্স এর সাথে সীমা সুরক্ষার বিষয়ে খুব দূর্ভাগ্যপুর্ন হবে,বিশেষ করে ডুয়ার্সের চা বাগানের লোকদের জীবনযাত্রা,প্রভাবিত হবে।এই সেতু শিলিগুড়ীর সাথে ডুয়ার্সকে জুড়েছে।ডুয়ার্সের লোকদের রোজগার, শিক্ষা স্বাস্থ ইত্যাদি ব্যপারে সেভক সেতু পার হয়ে শিলিগুড়ীর সাথে জড়িত।১০ টনের বেশী গাড়ী চলাচলে নিষেধাজ্ঞা,থাকায় ব্যবসায়ীদের ময়নাগুড়ী বা জলপাইগুড়ী হয়ে শিলিগুড়ী যেতে হচ্ছে। এতে অতিরিক্ত খরচে লোকসানের মুখে পড়তে হচ্ছে।এই সব সমস্যার হাত থেকে বাচতে এলেনবাড়ী হয়ে সেভক বাজারের কাছে তিস্তা নদীর উপর বিকল্প সেতু নির্মান হচ্ছে সমাধানের রাস্তা।এই সেতু নির্মান হলে শুধু সময় বাচবে না। মানুষ জ্যাম এর হাত থেকে রেহাই পাবে।মাটি ধ্বস,তিস্তা নদীতে যানবাহন পড়ে যাওয়া ও মানুষের জীবন হানির হাত থেকে বাঁচা যাবে। এখন যাত্রীরা,ভয়ে জর্জর করোনেশন সেতুর উপর দিয়ে গাড়ীতে যাতাযাত করছে। এই জন্য ফোরাম লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার যদি নিশ্চুপ থাকে তবে বৃহত্তর আন্দোলন ছাড়া,কোন পথ থাকবে না। ফোরামের সম্পাদক চন্দন রায় বলেন এই বিষয় মাথায় রেখে সবাই একজোট হয়ে সেভকে বিকল্প সেতুর জন্য আন্দোলন করে যাচ্ছি।কোভিড ১৯ এর জন্য সব কার্যক্রম স্থগিত করা হয়েছিল।এখন প্রশাসন অনুমতি দেওয়ায় ৫০০ মোটর বাইক নিয়ে র‍্যালী করে মাটিগাড়ায় অবস্থিত এন এইচ ৯ ডিভিসনে ডেপুটেশন দেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!