দেশ সেনাবাহিনীর পাশেই আছে, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

0 0
Read Time:2 Minute, 53 Second

নিউজ ডেস্ক: করোনা সংক্রমনের জেরে মার্চ মাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল সংসদের অধিবেশন। আজ থেকে ফের শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাদল অধিবেশনে অনেক কিছু পরিবর্তন আনতে হয়েছে।যেমন দুই কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার অধিবেশনে জন্য চার ঘণ্টা করে সময় ধার্য করা হয়েছে।জিরো আওয়ার কমিয়ে অর্ধেক করা হয়েছে।প্রশ্নোত্তর পর্ব নেই।তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে বিরোধীরা। তাদের মতে এর ফলে বাকস্বাধীনতা খর্ব হচ্ছে।
সূত্রের খবর প্রতিদিন রাজ্য সভার অধিবেশন চলবে সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত। অন্যদিকে লোকসভার অধিবেশন দুপুর তিনটে থেকে শুরু হয়ে অধিবেশন চলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত।অর্থাৎ দুটি অর্ধে দুটি সেশনকে ভাগ করে দেওয়া হয়েছে।

সংসদের অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী অধিবেশনের সুর বেঁধে দিয়েছেন। গত কয়েক মাসে যেভাবে সীমান্তে চীনের সঙ্গে ভারতের ক্রমাগত সংঘাত হয়েছে তাতে এই বিষয়টি এবারের অধিবেশনে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হতে পারে বলে মনে করা হচ্ছে। অধিবেশন শুরুর আগে নিজের বক্তব্যে চীনের প্রসঙ্গ তুলে এনে জল্পনা জোরদার করলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন তার আশা সাংসদ ও সাংসদেরা এই বার্তা দেবে যে দেশ সব সময় ভারতীয় সেনার পাশেই রয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন “আমাদের দেশে সেনাবাহিনীর অসীম সাহস নিষ্ঠা ও দেশ আত্মত্যাগের ভাবনা থেকে সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছেন। তারা কঠিন উচ্চতায় রয়েছেন। কিছুদিন পরই বরফ পড়া শুরু হবে।তাই আমি বিশ্বাস করি যে এই অবস্থায় সাংসদেরা বার্তা দেবেন যে যেকোনো পরিস্থিতিতে তারা সেনাবাহিনী পাশে আছে”।

মোদির এই বক্তব্য থেকে পরিষ্কার চীনের বিরোধিতা প্রসঙ্গে তিনি সব দলের কাছে একতার বার্তা পৌঁছে দিতে চাইলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!