নতুন রূপে পি এস ফাইভ

1 0
Read Time:3 Minute, 40 Second

নিউজ ডেস্ক (পূবালী অধিকারী): সনি ইন্টারেক্টিভ এন্টারটেনমেন্ট প্লেস্টেশন ৫(যার সংক্ষিপ্ত নাম ps5 ),এটি একটি আসন্ন হোম ভিডিও গেম।এর আগে ২০১৯ এ প্লেস্টেশন ৫ উদ্বোধন হয়েছে।এবার ২০২০ কুড়িতে ভারতের আগামী ১৬ ই সেপ্টেম্বর বুধবার পিডিটি তে আসতে চলেছে পি এস ফাইভ। পি এস ফাইভ আগের থেকে অনেক উন্নত।যা সত্যিই আশাব্যঞ্জক। আনুষ্ঠানিকভাবে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সূত্রের খবর সেদিন পি এস ফাইভ টাইটেল নিয়ে আলোচনা হতে পারে।পি এস ফাইভ গেমস এর বিভিন্ন প্রযুক্তি নিয়েও আলোচনার সম্ভাবনা আছে।১৬ সেপ্টেম্বর পি এস ফাইভ এবং পি এস ফাইভ ডিজিটাল নিয়েও ভার্চুয়াল অনুষ্ঠানে জানানো হবে।সেদিনই জানা যাবে ভারতীয় বাজারে পি এস ফাইভ এর দাম কত হতে চলেছে।এবং কবে থেকে বাজারে পি এস ফাইভ পাওয়া যাবে?এইসব যাবতীয় বিষয় জানা যাবে ওই অনুষ্ঠানে।

জুন মাসে সনি তার পি এস ফাইভ ইভেন্টএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানোর পর,মাইক্রোসফ্ট তার হোম ভিডিও গেম এক্সবক্স সিরিজ এক্স এর একটি গেমস ইভেন্টের আয়োজন করে।এবং সেই অনুষ্ঠানে ঘোষণা করা হয়এক্সবক্স সিরিজ এক্স আরো বেশি সাশ্রয়ী। কবে থেকে বিশ্বের বাজারে সেটি পাওয়া যাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে মাইক্রোসফট তার অগ্রিম বুকিং এর ব্যবস্থা বন্ধ করে দেয়। কিন্তু সনি কখনোই এই পথে হাটতে চায় না।

আশা করা যায় সনি পি এস ফাইভ নভেম্বরে বাজারে আসতে চলেছে।মনে করা হচ্ছে প্রায় একই সময়ে মাইক্রোসফট -এর এক্সবক্স সিরিজ এক্সও বাজারে আসতে পারে।সূত্রের খবর সনি খুব তাড়াতাড়ি অগ্রিম বুকিং ব্যবস্থা চালু করতে চলেছে।যদি এই অগ্রিম বুকিং ব্যবস্থা চালু হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে আমরা পি এস ফাইভ সিরিজের সাতাশটি গেম দেখেছি।মনে করা হচ্ছে সনি ওই অনুষ্ঠানে পি এস ফাইভ এর গেম এর বিষয়ে বিস্তারিত ভাবে জানা যাবে।এবং অনুষ্ঠানের শেষে হবে আমরা এই গেমগুলি কবে হাতে পাব তা জানাবে।এর আগে সনির পি এস ফাইভ এ একটি প্লেবুক ছিল।সেখানে পি এস ফাইভ এর সমস্ত গেমস এর সাথে সহজে পরিচিত হওয়ার সুযোগ ছিল।এছাড়াও পি এস ফাইভ এর হার্ডওয়ার এবং আনুষাঙ্গিক বিষয় জানা যেত।

পি এস ফাইভ এর বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন। পি এস ফাইভ এর লিংক ব্যবহার করে এর বিষয়ে সহজেই যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন।আরো জানতে ইউটিউবে ও চোখ রাখুন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!