করোনাতেও সচল জানবাজারের দুর্গাপুজো

0 0
Read Time:2 Minute, 42 Second

নিউজ ডেস্ক: করোনা আবহেও সচল জানবাজারের দুর্গাপূজা। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতিও। এই পূজা তখন শুরু হয়েছিল যখন সমাজে ব্রিটিশরাজের বহাল। সমাজে মহিলাদের অবস্থান তখন অন্দরমহলের গভীরে। আর তখন এই মা’য়ের পুজো ছিলো মহিলাদের সম্মান প্রদর্শনের এক উৎস।

রাজচন্দ্র দাসের মৃত্যুর পর নিজের কাঁধে পূজোর সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন রানী রাসমণি এবং নিজেই সমস্ত কিছু পরিচালনা করতেন। তবে বর্তমানে রানী রাসমনির চালু করা সেই দুর্গাপুজো ভাগ হয়ে গিয়েছে পরিবারের বিভিন্ন আলাদা আলাদা বাড়িতে। রাণীমার শুরু করা দুর্গাপুজো এখন হাজরা বাড়ির পুজো নামে খ্যাত। এছাড়া চৌধুরী বাড়ি ও বিশ্বাস বাড়ির পুজোও এই পরিবারের সঙ্গেই জড়িত। বাড়িতে বর্তমানে মথুরা মোহন বিশ্বাসের ষষ্ঠ জেনারেশনের বাস। বর্তমান বংশধর কুমার বিশ্বাসের ছেলে রানী রাসমণির বাড়ির দুর্গাপুজো পরিচালনা করেন। করোনার আবহেও সেই বাড়িতে বন্ধ হয়নি মা’য়ের আরাধনা।

জানাবাজার

করোনার মোকাবিলা করে শুরু হয়ে গিয়েছে পূজার সমস্ত যোগাড়। এবছরও বাড়ি সেজেছে একইভাবে। ঠাকুরদালানে তৈরি হয়েছে মায়ের প্রতিমা। সমস্ত রীতি, পরম্পরা মেনেই হবে এবারের পুজো। বন্ধ হবেনা কোন কিছুই। তবে দর্শনার্থীদের প্রবেশ সংক্রান্ত বিষয়ে পড়বে কিছু বাধা নিষেধ। মানা হবে সামাজিক দূরত্ব। ঐতিহ্য অনুসারে ১০ দিন ধরে চলবে পুজো। একইভাবে বীরভূমের কারিগর দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। প্রতি বছরের মতো গলিত স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে প্রতিমা।

ঠাকুরদালান

সবশেষে জানা গিয়েছে, এই পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা অনুসরণ করবে সরকারি সমস্ত নিয়মাবলী। নতুন সমস্ত নিয়মকানুনকে মাথায় রেখেই করা হবে পূজো সংক্রান্ত অনুষ্ঠান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!