করোনা আবহে দুর্গার মূর্তিপূজা বন্ধরেখে প্রথমবার ঘট পূজা আয়োজিত হল হরিরামপুরে

0 0
Read Time:1 Minute, 56 Second

ধ্রুবজ্যোতি মহন্ত , দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক এর এক নম্বর গ্রাম বৈরাঠা পঞ্চায়েতের অন্তর্গত বড়ভিটা গ্রামের নবকল্লোল সংঘ এবার বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা পালন করল ঘট পুজোর মধ্যে দিয়ে । বিগত কয়েক বছর ধরে তারা এই দূর্গা পুজা করে আসছিলেন কিন্তু বর্তমানে করোনার ফলে সারা বিশ্ব তোলপাড় তার প্রভাব পড়েছে অর্থনীতির উপরে । করোনার ফলে সাধারণ মানুষ থেকে কৃষক ব্যবসায়ী সবাই এক প্রকার থমকে থমকে গেছেন ।

বিগত ১৯৮৯ সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয় সে সময় বড়ভিটা গ্রামের আর কোন পুজো হত না । সকলে মিলে একজায়গায় পূজো করতেন এবং নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতেন এমনটাই বললেন এই ক্লাবের সভাপতি গণেশ সরকার তিনি বলেন আমরা প্রতিবারই মায়ের আরাধনা সামিল হই । কিন্তু বর্তমানে করোনার প্রকল্পের জন্য আমাদের ক্লাবের পুজো এবার ঘট পূজা দিয়ে সারলাম। আর্থিক মন্দার জেরে আমাদের এই সিদ্ধান্ত । এই ক্লাবের মোট সদস্য সংখ্যা ক্যাশিয়ার বিষ্ণু সরকার সেক্রেটারি প্রদীপ সরকার সহ ৩২ জন । তিনি আশা প্রকাশ করেন মায়ের আশীর্বাদে আগামী দিনে সবকিছু ঠিকঠাক থাকলে সরকারি সাহায্য নিয়ে তারা বাঙালির বড় উৎসব দুর্গাপুজো করবেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!