ক্যারামেল ছানার পুডিং বানিয়ে ফেলুন বাড়িতেই

0 0
Read Time:2 Minute, 12 Second

নিউজ ডেস্ক (সুতীর্থা গাঙ্গুলী): সুস্বাদু ক্যারামেল ছানার পুডিং খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি।

ক্যারামেল ছানার পুডিং বানানোর উপকরণ:-

১.দুধ ১ লিটার
২.ডিম ৪ টা
৩.চিনি ১ /২ কাপ
৪.মাওয়া ১/৪ কাপ
৫.এলাচি পাউডার ১/৪ চা চামচ
৬.কেরামেলের জন্য চিনি ৪ টেবিল চামচ ও জল সামান্য

ক্যারামেল ছানার পুডিং বানানোর প্রণালী:-

  • দুধ চুলায় দিয়ে এক বলক উঠলেই ২ টেবিল চামচ সাদা ভিনিগার ও ২ টেবিল চামচ জল একত্রে মিশিয়ে দুধে দিয়ে দিতে হবে। তারপর ছানা তৈরি হয়ে যাবে এবং কাপড়ে ছেঁকে চিপে চিপে ছানা থেকে জল ফেলে দিতে হবে।
  • এবার ছানা, ডিম, চিনি, মাওয়া ব্লেন্ডারে মিক্স করতে হবে। মিক্স হলে এলাচি পাউডার মিশান।
  • কেরামেল লাগানো বাটিতে পুডিং এর মিক্সচার ডেলে ফয়েল পেপার দিয়ে মুরে বা ডাকনা দিয়ে স্টিমে দিন।
  • বড় পাত্রে জল দিয়ে চুলায় দিন জল ফুটে উঠলে পুডিং এর বাটি পাত্রে দিন লক্ষ্য রাখবেন পুডিং এর বাটির অর্দেক যেন জলে ডুবে থাকে।
  • ২৫ থেকে ৩০ মিনিট পর হয়ে যাবে পুডিং। বেশি স্টিম দিলে শক্ত হয়ে ফেটে যাবে। পুডিং ঠান্ডা করে পরিবেশন করুন।

কারমেল বানানো: ‌অ্যালুমিনিয়ামের বাটিতে চিনি দিয়ে কম আচে চুলায় দিন এখন জল দিয়ে নাড়তে থাকুন লাল না হওয়া পর্যন্ত লক্ষ্য রাখবেন যেন পুরে না যায়।আঠালু হয়ে এলে নামিয়ে নিন কেরামেল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!